ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বাকেরগঞ্জে সড়ক দূঘটনায় যুবক নিহত

বাকেরগঞ্জে সড়ক দূঘটনায় যুবক নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ গোলদার বাড়ি যাত্রীবাহি টলি মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২৫জন আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এঘটনা ঘটে। এতে ট্রলি চালক মো.সুমন (২৫) নিহত হয়েছে। নিহত সুমন বাকেরগঞ্জ পৌরসভার  ১নম্বর ওয়ার্ড রুনসি বড়বাড়ির বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানাগেছে, একটি যাত্রীবাহি ট্রলি লেবুখালী থেকে ফেরার পথে মধ্যে গোলদার বাড়ি নামক স্থানে অপরদিক থেকে আসা যাত্রীবাহী ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি গাড়ি দু'টো নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ ঘটনায় টলিতে থাকা ২৫ জন যাত্রী আহত হয় এবং ট্রলি চালক মো. সুমনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষন পরে মারা যায়। বিষয়টি নিশ্চত করেছেন নিহত মো. সুমনের চাচা মিলন। এবিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন