শ্রমিকদের হয়রানি ও দুর্ভোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

গণপরিবহন বন্ধ রেখে কল-কারখানা খোলার ঘোষণায় সৃষ্ট শ্রমিকদের নিরাপত্তা, হয়রানি ও দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।
আজ রোববার (১ আগস্ট) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সম্মুখ সড়ক সদররোডে এ কর্মসূচি পালিত হয়।
বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, বর্তমান করোনা ঝুঁকি মোকাবেলা করে সরকার নিজেই কুলিয়ে উঠতে পারছে না। সেখানে কি করে সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে তা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে লাখো বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র কে আজ পরিচালনা করছে শিল্পপতিরা, সরকার নয়।
মনিষা বলেন, পোশাক শ্রমিকরা চাকরি রক্ষার জন্য মহামারি করোনাকে উপেক্ষা করে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন। ফলে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
এসময় শ্রমিকদের জন্য করোনার টিকার ব্যবস্থা সু-নিশ্চিত না করেই শিল্প প্রতিষ্ঠান মালিকদের কথায় কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানান বক্তারা। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তার জন্য পরিবহন ব্যবস্থা চালু করার দাবী জানান তারা।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার, আবু তাহের, ছাত্র ফ্রন্ট নেতা বিধান সিকদার, সুজন আহমেদ প্রমুখ।
এমইউআর