ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে টিকা প্রদানের প্রস্তুতি সভা

গৌরনদীতে টিকা প্রদানের প্রস্তুতি সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ৭ আগষ্ট থেকে বরিশালের গৌরনদী উপজেলায় শতভাগ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষে উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আঃ রাজ্জাক হাওলাদার, আঃ রব হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রমানন্দ ঘরামীসহ অন্যান্যরা। শেষে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি গঠন, গণসচেতনতায় মাইকিং, মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন