ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন, প্রশাসনিক তৎপরতাও বেড়েছে

বরিশালে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন, প্রশাসনিক তৎপরতাও বেড়েছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। লকডাউন শিথিল হয়ে গেছে অনেকটাই। আগামী ১০ আগস্ট কঠোর লকডাউন তুলে নেয়ার সরকারি ঘোষণার পরপরই স্বাভাবিক হতে শুরু করেছে নাগরিক জীবন। রাস্তাঘাটে বেড়েছে মানুষ চলাচল। বেড়েছে প্যাডেল-ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচল। সীমিত পরিসরে চলছে গণপরিবহন হিসেবে পরিচিত থ্রিহুলারও। তবে বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। যদিও সবকিছুতেই লক্ষ্য করা গেছে ঢিলেঢালাভাব।

এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে তৎপর রয়েছে জেলা প্রশাসন। প্রচার প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। জেলা তথ্য অফিস স্বাস্থ্য সচেতনতায় মাইকিং করছে মহানগরজুড়ে। টহলে তৎপর আইন শৃঙ্খলাবাহিনীও।  

এর আগে মঙ্গলবার (০৩ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান কঠোর লকডাউন বাড়ানোর কথা জানান।  আর এর পরপরই বদলে যেতে শুরু করে মহানগরীর রাস্তাঘাটের চিত্র। বাড়তে শুরু করে জনসমাগম। অলিগলিতে বেরিয়ে আসে মানুষ। নগরীর বেশকিছু এলাকায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।

প্রসংগত, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস। 

কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন