ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

 নির্যাতন ও চাঁদাবাজীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন

 নির্যাতন ও চাঁদাবাজীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অমানবিক নির্যাতন ও চাঁদাবাজীর  বিচার চেয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগস্ট ) দুপুর ১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে  সংবাদ সম্মেলন করেন নগরীর গোরস্থান রোডের বাসিন্দা শাহরিয়া মোঃ সালা উদ্দিন।

লিখিত বক্তব্যে  শাহরিয়া মোঃ সালা উদ্দিন বলেন, আমি ও আমার পরিবার ১৮ বছর যাবৎ আমার মামাতো ভাই মাদক ব্যবসায়ী শাহারিয়া সাচিব রাজিবের দ্বারা নির্যাতনের শিকার। সে এলাকার চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা বাড়ি কাজ শুরু করার থেকে শাহারিয়া সাচিব রাজিব আমাদের কাছে চাদাঁ দাবী করে আসছিলো। চাঁদা দিতে না চাইলে আমার মেঝ ভাইকে মারধর, মিস্ত্রীকে মারধর করে বাড়ি নির্মাণে বাধা সৃষ্টি করে আসছে।

এসময় তিনি বলেন, চাঁদা না দেয়ায় প্রতিনিয়তই তিনি আমার বাব-মা, ভাই-বোনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার ভাড়াটিয়াদের জিনিস পত্র চুরি করে। আমরা তার পরিবারকে জানানোর পরও কোন সু-বিচার পাইনি।এলাকায় কেউ জমি কিনলে , কেউ বাড়ী করলে মোটা অংকরে চাঁদা দাবী করে। যদি কেউ দিতে অস্বীকার করে তাহলে তার দলবল নিয়ে তাদের উপর নির্যাতন চালায়।তার এবং তার পরিবারের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

এসময় তিনি আরো বলেন, গত  ১ আগস্ট আমরা পাইয়ু নিষ্কাষনের সেলাপ তার বালু ট্রাক এসে ভেঙে ফেলে। আমি তার কাছে জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে খুনের উদ্দেশ্যে আমার উপর নির্যাতন চালায় । স্টীলের জিআই পাইপ দিয়ে আমার মাথা খন্ড-বিখন্ড করতে চাইলে আমি হাত দিয়ে মাথা রক্ষা করি । এতে আমার হাত খন্ড-বিখন্ড হয়ে যায়। এখন আমি মাননীয় মন্ত্রী, মেয়র, জেলা প্রশাসকসহ সকল প্রশাসনিক কর্মকতার কাছে বিচার চাই। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন