গৌরনদীতে ৫০ হাজারের অধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি

মহামরী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলায় প্রায় ৫০ হাজারের অধিক মানুষকে করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ২৮টি কের্ন্দের ৮৪টি বুথে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত করোনা ভ্যাকসিন সেবা প্রদান করা হবে।
উপজেলা করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, আগামী ৭ আগষ্ট পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান করা হবে। কোভিট-১৯ টিকা শতভাগ জনগনকে দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি গঠন, গণসচেতনতা জন্য মাইকিং করা হচ্ছে।
এইচকেআর