ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

পরীমণি ভালো অভিনেত্রী, তাকে যেন কষ্ট দেয়া না হয়: সেফুদা

পরীমণি ভালো অভিনেত্রী, তাকে যেন কষ্ট দেয়া না হয়: সেফুদা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা বলেছেন, পরীমণি অনেক ভালো অভিনেত্রী। তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয়।

আজ বৃহস্পতিবার তিনি ফেসবুক লাইভে পরীমণি সম্পর্কে এসে এসব কথা বলেন।

সেফুদা বলেন, ‘পরীমণি অনেক অসুস্থ। পরীমণি বুঝতে পারে নাই যে পুলিশ এসেছে। তাকে আগে অনেকেই থ্রেট করেছে। তাই সে মনে করেছে কোনো বাহিনী হয়তো এসেছে। সে তো থানায় টেলিফোন করেছে। থানার লোক বলতে পারতো, র‌্যাব গেছে। হারুন সাহেব বলেছেন, পুলিশ আসেনি, তুমি দরজা খুলো না। সি ওয়াজ মিসগাইডেড।’
গতকাল বুধবার রাতে পরীমণিকে বনানীর বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন