ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীত গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া, মানুষের দীর্ঘ লাইন

গৌরনদীত গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া, মানুষের দীর্ঘ লাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন চপলা সমদ্দার (৯০) ও আশা হালদার (৮২)। স্বজনদের সহযোগীতায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহনের জন্য আসেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় গনটিকা কেন্দ্রে। চপলা সমদ্দার ও আশা হালদারই নয় এভাবে অনেকেই আসেন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা গ্রহনের জন্য।  

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে গণটিকা কার্যক্রমে উপজেলায় ব্যাপক সারা মেলেছে। সকাল থেকে টিকা কেন্দ্র গুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।  

শনিবার সকালে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ২৮টি কেন্দ্রের ৮৪টি বুথে করোনা ভ্যাকসিন সেবা প্রদান করা হচ্ছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন