বরিশালে করোনা চিকিৎসায় চালু হচ্ছে প্রথম বেসরকারি হাসপাতাল

বরিশালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালে চালু হবে করোনা ইউনিট। আগামী ২৫ আগস্ট হাসপাতালে ৩০ শয্যার এ করোনা ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। এখানে করোনা ইউনিট চালু হলে এটাই হবে বরিশালে বেসরকারিভাবে প্রথম কোন করোনা চিকিৎসা সুবিধা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. জহুরুল হক মানিক। তিনি বলেন, 'করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রাথমিকভাবে ৩০ শয্যার করোনা ইউনিট চালুর জন্য আমাদের প্রস্তুতি চলছে। এখন সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ চলমান। আশা করছি আগামী ২৫ আগস্ট আমাদের করোনা ইউনিটটি চালু করতে পারবো। তবে বেসরকারি এই হাসপাতালে করোনা রোগীর জন্য কোন আইসিইউ শয্যা না থাকলেও সবধরনের চিকিৎসা সুবিধা থাকবে বলে জানান তিনি'।
এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানে এ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বরিশালে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ সম্মত হয়।
উল্লেখ্য, সরকারিভাবে করোনা রোগীর চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যা, সদর জেনারেল হাসপাতালে ১০০ শয্যা এছাড়াও বরিশাল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে করোনা আক্রান্ত মহিলাদের চিকিৎসাসেবা প্রদানে ২০ শয্যা রয়েছে।
এমইউআর