ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অভিযোগে বিধবার সংবাদ সম্মেলন

 বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অভিযোগে বিধবার সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে চুরির অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন এক বিধবা নারী । শনিবার ( ৭ আগস্ট ) রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া প্রেসক্লাবে এ  সংবাদ সম্মেলন করেন পাখি বেগম। 

এর আগে চুরির অভিযোগ এনে শুক্রবার (৬ আগস্ট) ঐ আ’লীগ নেতার বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাখি বেগম বলেন গত ৫ বছর পূর্বে আমার (পাখি বেগম) এর ভাড়াটিয়া বাসার তালা ভেঙ্গে একই ভবনের অপর ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদার বাসার ব্যবহারিত কম্বল, চার্জার ফ্যান, সিলিং ফ্যান, বেড সিট, প্রেসার কুকার, ও শাড়িসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়। 

পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা সালিশ মিমাংশার মাধ্যমে বিষয়টির সুরাহার কথা বলেন। এরপরে এক সালিশ মিমাংশার মাধ্যমে মালামাল ক্রয় করে দেয়ার কথাও বলা হয়। দীর্ঘ দিন পরে ৬ আগস্ট সকালে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে ৪ হাজার টাকা দেওয়া হয়। 

কিন্তু মালামাল কিনে না দেয়ার বিষয় ইউপি সদস্যের মাধ্যমে জানিয়ে দেয় আ’লীগ নেতা ফারুক হোসেন । 

এ ঘটনায়  শুক্রবার আ’লীগ নেতা ফারুক হোসেনেরর বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পাখি বেগম ।  

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন এক ইউপি সদস্যের প্ররোচনায় ওই নারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে  দাবি করেন তিনি । 

 বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি । এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন