ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শিশুর শ্লীলতাহানি, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক গ্রেফতার

শিশুর শ্লীলতাহানি, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজশাহীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার কর্মকর্তার নাম মনিরুল আলম ওরফে বরিক (৫২)। তিনি শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক। বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায়। মনিরুল রাজশাহীতেই কর্মরত রয়েছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে আট বছরের এক কন্যাশিশু এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। সে পানিতে সাঁতার কাটছিল। তখন পানিতেই মনিরুল আলম তার শ্লীলতাহানি করেন। এরপর বাড়ি গিয়ে শিশুটি তার মাকে ঘটনাটি বলে।

তখন ওই শিশুর মা ঘটনার প্রতিবাদ জানাতে মনিরুল আলমের বাসায় যান। এ সময় কথাকাটাকাটি হয়। এর ফলে এলাকার মানুষও ঘটনাটি জানতে পারেন। এ সময় এলাকার কয়েকশ নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন