ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশাল সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

 বরিশাল সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।  একই সাথে গত অর্থ বছরে ঘোষিত ৪শ ২৭ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৩শ ৪৫ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১শ ২১ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৯শ ৪৮ টাকার চূড়ান্ত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। সে হিসেবে গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ২৮.৫২ ভাগ বাস্তবায়ন হয়েছে।  মঙ্গলবার বিকেল ৪টায় ভার্চুয়াল পদ্ধতিতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু এই বাজেট ঘোষনা করেন।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, রাস্তা-ড্রেন-ব্রীজ-কালভার্ট, পুকুর ও খাল সংরক্ষন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৯শ ৯৮ টাকা, করোনা মোকাবেলায় ৬ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৩৬ কোটি ১৫ লাখ টাকা, পানি-বিদ্যুত ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯শ ৪৮ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আনুতোষিকসহ ৪১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।  এছাড়া ৬৮৩ কোটি টাকা ব্যয়ে নগরীর সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ও বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন, ২৬১৫ কোটি টাকা ব্যয়ে নগরীর সকল খাল পুনরুদ্ধার, খনন ও সংরক্ষন এবং ২৭৬ কোটি টাকা ব্যয়ে নগরীর সকল সড়কের পাশে স্মার্ট কন্ট্রোল বেস্ড এলইডি সড়ক বাতি স্থাপনের ৩টি প্রকল্প মন্ত্রনালয়ে জমা দেয়া আছে বলে মেয়র জানান। এগুলো সহ অন্যান্য প্রকল্পগুলো পাশ হলে নগরীর চেহারা পাল্টে যাবে বলে তিনি আশা করেন। তিনি বলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার এই লক্ষকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বরিশাল নগরী আধুনিক শহরে রূপ নিবে। মেয়র বলেন, ‘ইতোপূর্বে বাজেট ঘোষণা হতো বিভিন্ন দান এবং সহায়তা নির্ভর। কিন্তু আমি দায়িত্ব নেয়ার পর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব আয় নির্ভর বাজেট ঘোষণা করে আসছি। স্বচ্ছতা ও জবাবদিহী নিশ্চিত করায় গত তিন বছরে সিটি কর্পোরেশনে নিজস্ব আয়ের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত তিনটি বাজেট পাশ না হলেও সরকারি কোন বরাদ্দ ছাড়াই সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ে বরিশাল সিটি’র উন্নয়ন করেছি। পাঁচ বছরের চুক্তিতে রাস্তা নির্মাণ করেছি। পাঁচ বছরের মধ্যে রাস্তার কোন ক্ষতি হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানই তা তাদের নিজস্ব খরচে সংস্কার বা মেরামত করে দিবে। যা দেশের কোন সিটিতেই এর আগে করে দেখাতে পারেনি। আমরা নিজস্ব আয়ে নগর পরিচ্ছন্নতা, খাল রক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা এবং ড্রেজেন ব্যবস্থার উন্নয়ন করেছি। এ কারণে বরিশাল সিটিতে এখন আর বৃষ্টি হলে আগের মতো জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হলেও তা অল্প সময়ের মধ্যেই নেমে যাচ্ছে।

 

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের খাত ভিত্তিক আয় বেড়েছে। যা দিয়ে আমরা নগর উন্নয়নের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন দিয়ে আসছি। আগে সিটি কর্পোরেশনে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া পড়ে ছিলো। কিন্তু এখন কোন কর্মচারী তা বলতে পারবে না। বরং আমি আসার পরে সিটি কর্পোরেশনের খাত ভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়ে দেয়ার পাশাপাশি উৎসব ভাতাও দিয়েছি। পূর্বের কোন মেয়র করতে পারেনি। নগরীর উন্নয়নে তিনি নগরবাসীর সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।  

এদিকে, সিটি কর্পোরেশনের বাজেট পর্যালোচনায় দেখা যায়, এবারের ২০২১-২২ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা। সরকারি অনুদান (রাজস্ব) ৯ কোটি ৮১ লাখ ১ হাজার ৯৬০ টাকা। সরকারি থোক বরাদ্দ ২০ কোটি টাকা এবং সরকারি বিশেষ অনুদান ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এর বাইরে সরকারি ও দাতা সংস্থার সাহায্য হিসেবে আরও ২১১ কোটি ১২ লাখ ২১ হাজার ৪৩২ টাকা আয় দেখানো হয়েছে। বাজেট বয়ে উন্নয়নখাতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি করোনা মোকাবেলায়ও খাত ভিত্তিক মাত্র ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর বাজেটের প্রায় ৮০ শতাংশ অর্থাৎ ৩৪৯ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২৩৪ টাকা বরাদ্দ রাখা হয়েছে উন্নয়নখাতে।

এর বাইরে রাস্তাঘাট, ড্রেন, ব্রীজ-কালভার্ট, পুকুর ও খাল সংরক্ষণ এবং বিভিন্ন স্থাপনে ভৌত অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ ও সংরক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৯৯৮ টাকা এবং প্রশাসনিক ও অফিস পরিচালনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া বর্জ ব্যবস্থাপনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ কোটি ১৫ লাখ টাকা, সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৩৮০ কোটি টাকা। অপরদিকে, ‘পানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮ টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৩৩ টাকা, শিক্ষা, সংস্কৃতিক, খেলাধুলা, তথ্য প্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লাখ টাকা এবং বিবিধ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ১০ লক্ষ টাকা।

মঙ্গলবার বিকালে প্রায় তিন ঘন্টাব্যাপী বাজেট অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন