ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাড়িতে গিয়ে টিকা দেওয়া সেই কর্মী বরখাস্ত

বাড়িতে গিয়ে টিকা দেওয়া সেই কর্মী বরখাস্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাড়িতে গিয়ে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার অভিযোগে স্বাস্থ্যকর্মী বিষু দে–কে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামকে কমিটির আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ওয়াজেদ চৌধুরী, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী ও করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

কমিটি গঠনের তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ সাংবাদিকদের জানান, কমিটি তিন কর্মদিবসে মেয়র বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মী বিষু দে–কে বরখাস্ত করা হয়েছে। তিনি চুক্তির ভিত্তিতে মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত ছিলেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন