ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

২৪ ঘণ্টায় বরিশালে ১২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

২৪ ঘণ্টায় বরিশালে ১২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যার মধ্যে বরিশাল সিটিতে ৫৯ জন। এসময় ভাইরাসটি থেকে সুস্থতা লাভ করেছেন আরও ১২৬ জন। এছাড়া করোনায় মৃত্যু শনাক্ত হয়েছেন একজন। 

এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩৮ জন এবং ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮৯ জন।

তথ্য নিশ্চিত করে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন, ‘১০ আগস্ট মৃত্যু হওয়া নারী সুলতানা রাজিয়া (৪০)। তিনি নগরীর বগুরা রোড এলাকার বাসিন্দা। বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৮ আগস্ট তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়া জেলায় নতুন করে যারা আক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৫৯ জন, বরিশাল সদর উপজেলায় ৩ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৬ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ৫ জন, মুলাদি উপজেলায় ১২, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদীতে ৭ জন, আগৈলঝাড়ায় ১৫ জন, উজিরপুরে ৭ জন এবং বানারীপাড়ায় ৩ জন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন