ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সাপের কামড়: কবিরাজিতে ব্যর্থ, মেডিক্যালে মৃত্যু

সাপের কামড়: কবিরাজিতে ব্যর্থ, মেডিক্যালে মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়ার ধুনট উপজেলায় বিলের পানিতে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আব্দুস ছালাম (১৭) এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস ছালাম উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুস ছালাম বুধবার রাত ৯টার দিকে বাবার সাথে পলো দিয়ে মাছ ধরার জন্য সাতবেকী বিলের পানিতে নামে। মাছ শিকারের এক পর্যায়ে আব্দুস ছালামের পায়ে সাপ কামড় দেয়। বাড়িতে ফিরে কবিরাজি চিকিৎসার এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে আব্দুস ছালাম। রাত ১২টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আব্দুস ছালামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন