সোনারগাঁও টেক্সটাইলে ১৮ আগস্ট থেকে ৬ দফা দাবিতে কর্মবিরতি

বকেয়া বেতন পরিশোধ না হলে আগামী ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করার হুশিয়ারি দিয়েছে বরিশাল সোনারগাঁও টেক্সটাইলস্ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন গত বছরের ২৭ মার্চ থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত বকেয়া বেতনের দাবীতে আন্দোল-সংগ্রাম চলাকালীন বরিশাল জেলা প্রশাসনের প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের আশ^াসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয় ।
পরের দিন এক বৈঠকের মাধ্যমে পুনরায় মিল চালু করা হয়। সেসময় আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে ১ মাসের বকেয়া বেতন পরিশোধ, এবং খোলার মাসের শেষ সপ্তাহে আরো এক মাসের বেতন প্রদান করা হবে বলা হয় । পরবর্তীতে বকেয়া ৩ মাসের বেতন প্রর্যায়েক্রমে প্রতি মাসের বেতনের সাথে পরিশোধ করার অঙ্গিকার করা হলেও পরবর্তী গত ৪ মাস অতিবাহিত হয়ে যাবার পরও তারা আর কোন বেতন পরিশোধ করে নাই। তাই আগামী ১৭ই আগস্টের মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবী মানা না হলে ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি ।
সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, বাসদ জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্য মোঃ নুরুল হক হাওলাদার,মোঃ মাসুম গাজী,হারুন শরীফ ও মোঃ মোশারেফ হোসেন।
এইচেকআর