১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশালের অনুষ্ঠানসূচি

১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জাতির পিতাকে স্মরণ এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা আয়োজন।
আয়োজনমালায় থাকছে গীতিনক্শা, আলোচনা, সাক্ষাৎকার, ম্যাগাজিন, তথ্য বিবরণী, গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
সকাল ০৭:৩০ মিনিটে প্রিয় বঙ্গবন্ধু : গান, কবিতা ও কথিকা সমন্বয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ; সকাল ০৮:২০ মিনিটে স্মৃতিতে বঙ্গবন্ধু : সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ; সকাল ০৮: ৩০ মিনিটে হৃদয় জুড়ে বঙ্গবন্ধু : গীতিনকশা ; সকাল ০৯:০৫ মিনিটে রক্তাক্ত সিঁড়ি : কবিতা আবৃত্তির অনুষ্ঠান ; সকাল ০৯:২০ মিনিটে পিতা তোমাকে ভুলিনি : বঙ্গবন্ধুকে নিবেদিত গ্রন্থনাবদ্ধ গানের অনুষ্ঠান ; বিকেল ০৪:৩৫ মিনিটে সম্পাদকীয় : ¯স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় থেকে নির্বাচিত অংশ পাঠের অনুষ্ঠান ; বিকেল ০৫:১৫ মিনিটে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু : গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ; বিকেল ০৫:৪৫ মিনিটে স্মরণে বঙ্গবন্ধু : ১৫ আগস্টে শাহদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল ; রাত ০৯:১৫ মিনিটে ১৫ই আগস্ট ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ : সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ; রাত ১০:০০ টায় হে জাতির পিতা : গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ; রাত ১০:২৫ মিনিটে ইতিহাসের কালো অধ্যায় ১৫ আগস্ট : আলোচনা অনুষ্ঠান এবং রাত ১০:৪৫ মিনিটে বেতার বিবরণী : ১৫ আগস্টে বরিশালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।
এমবি