মাহাবুবকে কম্পিউটার দিলেন জেলা প্রশাসক

মেয়ের জন্য দুধ কিনতে না পেরে রিকশা নিয়ে রাস্তায় নামা আর্টিস্ট মাহাবুব আলমকে কম্পিউটার ও নগদ অর্থ উপহার দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় জেলা প্রশাসকের বাস ভবনে উপহার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ সাধারণ মানুষের পাশে থাকার জন্য। অন্যরা মানুষের পাশে দাঁড়ালে তাদের স্বার্থ থাকে কিন্তু সরকার কারও পাশে থাকলে তাতে সরকারের কোনো স্বার্থ থাকে না। সরকারের একটাই স্বার্থ মানুষকে সাহায্য করা।
তিনি বলেন, শিল্পীরা নান্দনিক কাজ করেন। তাদের কষ্ট কখনো প্রকাশ করেন না। তাদের জীবনটাই হচ্ছে সংগ্রাম করে বেঁচে থাকা। মাহাবুব আলম আমার অফিসে এসেছিলেন। তাকে জানতে চেয়েছিলাম, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
তিনি বলেছেন, তিনি কাজ করে বেঁচে থাকতে চান। এজন্য তার একটি কম্পিউটার দরকার। আজকে সুযোগ হলো, তাকে কম্পিউটার দিতে পেরেছি আমরা। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হলো।
জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, এমন একটি সংবাদ তুলে ধরার জন্য মানুষকে মানবিক হতে অনুপ্রাণিত করে। তিনি গণমাধ্যমকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, সংবাদটি প্রথমে আমার দৃষ্টিগোচর হলে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলাপ করলে তিনি তাৎক্ষণিকভাবেই সহায়তার জন্য বলেন।
আর্টিস্ট মাহাবুব আলম বলেন, আমি কাজ করে বেঁচে থাকতে চাই। কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্য জেলা প্রশাসক স্যারের প্রতি আজীবন ঋণী।
এসএমএইচ