আগৈলঝাড়ায় বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়ায় পারিবারিক বিরোধে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে দুজন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । এরা হল উপজেলার রাজিহার গ্রামের হেমন্ত বৈরাগীর ছেলে রবিন্দ্রনাথ বৈরাগী (৪৩) ও বাগধা গ্রামের মনির শাহ্ এর স্ত্রী সাদিয়া বেগম (২২) ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিন্দ্রনাথ বৈরাগীর সাথে শুক্রবার গভীর রাতে তাঁর স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে। এ নিয়ে স্ত্রীর উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে রবিন্দ্রনাথ বৈরাগী । এতে অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে শনিবার (১৪ আগস্ট) দুপুরে স্বামীর সাথে ঝগড়া করে অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করে স্ত্রী সাদিয়া বেগম । পরে পরিবারের লোকজন গৃহবধূ সাদিয়াকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসাইন জানান, কীটনাশক পানে অসুস্থ দুই জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
এইচেকআর