ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, নিহত ৫

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, নিহত ৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে আহতদের উদ্ধার করে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও কয়েকজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন