স্বর্ণ ডাকাতি: ৫ পুলিশ ফের রিমান্ডে


ফেনীতে স্বর্ণের বার ডাকাতি মামলার তদন্তের বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। আদালত গ্রেফতার ৬ জনের মধ্যে ৫ জনকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে শনিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনির হোসেন ডাকাতির মামলার আসামি ফেনী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
জেলার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার ডিআইজি আনোয়ার হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতির সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারে পুলিশের বিভিন্ন দল কাজ করছে।
গত ৮ আগস্ট বিকালে ঢাকা যাওয়ার সময় ফতেহপুর ফ্লাইওভারের সামনে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে ২০টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায় ডিবি পুলিশ।
১০ আগস্ট রাতে ব্যবসায়ী গোপাল কান্তি দাস বাদী হয়ে ছয় পুলিশকে আসামি করে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেন।
মামলার পর ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে আত্মসাৎকৃত ২০টি বারের মাঝে ১৫টি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে আদালত ডিবির ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়াসহ ৬ পুলিশের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াকে চারদিনের ও তার সহযোগী বাকি পাঁচজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এমবি
