ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে শোক দিবস পালিত

বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে শোক দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা সংক্রমণের উচ্চমাত্রার বিষয়টি মাথায় রেখে এবং কর্মসূচির ভাবগাম্ভীর্য বজায় রেখে বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী স্মরণে ১৫ (আগষ্ট) রবিবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আলোচনাসভা।বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পন, ইউনিয়ন পরিষদে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক রেলী ও দোয়া অনুষ্ঠিত হয়।

করোনা মহামারীর সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামীলীগ। 

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুর রহমান,গোলাম সরোয়ার সবুজ আলোচনায় অংশগ্ৰহন করেন। এবং আরো উপস্থিত ছিলেন ফরিদপুর ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়াকুব হাং, বজলুর রহমান মোল্লা, মোঃ মোশারফ হোসেন (বিএসটি), মোঃ আলমগীর হোসেন হাং, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুর রহমান বলেন,১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকা-ে বঙ্গবন্ধুর সহধর্মিণী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন।
কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের দাবী জানান তিনি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করার জন্য আহবান জানান তিনি।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন