গৌরনদীতে টরকী বন্দরে দুর্ধর্ষ গণডাকাতির ঘটনায় মামলা: গ্রেপ্তার ২
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বরিশালের বানিজ্য বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাহারাদারসহ অর্ধশতাধিক মানুষকে বেঁধে দুর্ধর্ষ গণডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পরেছেন।
সংঘবদ্ধ ডাকাতদল ওই বন্দরের ব্যবসায়ীসহ পাহারাদারদেরকে বেঁধে রেখে এক এক করে বন্দরের ১৪টি দোকান থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মানিক সাহা।
ওই ব্যবসায়ী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে রোববার রাতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে টরকীচর মহল্লার নাজেম আলী হাওলাদারের পুত্র আলী হোসেন হাওলাদার (৫০) ও বড় কসবা মহল্লার বাবুল ফকিরের পুত্র আরিফ ফকিরকে (২৪) গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পালরদী নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী টরকী বন্দরে ২০ থেকে ২৫ জনের সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে।
ডাকাতদল প্রথমে দুটি চেক পোষ্ট বসিয়ে বেরিকেট দিয়ে দুই জন পাহারাদার, বন্দরে চলাচলরত ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীসহ ৪০ থেকে ৫০ জন মানুষকে বেঁধে জিম্মি করে দেড় ঘন্টা ব্যাপী ডান্ডব চালিয়ে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। বন্দরের এই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান বেশি। ডাকাতরা নগদ ৩৩ লাখ টাকা, ৩৫ কার্টন দামি সিগারেটসহ অর্ধলক্ষাধিক টাকার মালাল লুট করে নিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের বেশিরভাগই শর্ট প্যান্ট, গেঞ্জি ও মুখোশ পরে ছিলো।
ডাকাতরা যাওয়ার পথে বিভিন্ন পথচারীকে মারধর করে আতঙ্ক সৃষ্টি করে রাত ৪টার দিকে দুটি ভাগ হয়ে পালরদী নদী দিয়ে ট্রলারে করে পালিয়ে যায়।
রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বরিশালের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঘনাস্থল পরিদর্শন শেষে মো. শাহজাহান জানান, টরকী বন্দরের কয়েকটি দোকানের তালা ভেঙে ডাকাতদল নগদ টাকা লুট করে ট্রলারে করে পালিয়ে যায়। পুলিশের একাধিক চৌকস টিম এ বিষয়ে কাজ করছেন।
এইচেকআর