খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি’র উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র সভাপতি সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং মহানগর যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান শামীমসহ অন্যান্যরা।
সভার শেষ পর্যায়ে বেগম জিয়ার সু-স্বাস্থ্য ও মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এইচেকআর