ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে:পংকজ নাথ এমপি

বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে:পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মানুষের অন্তরে বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে। ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর দেশের স্বঘোষিত রাষ্ট্রপতি হিসেবে আত্মপ্রকাশ করে খন্দকার মোস্তাক। আর পেছনে থেকে শক্তি যোগাচ্ছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান।  

সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের বালুর মাঠে আয়োজিত করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে এসব কথা বলেন । তিনি বলেন  বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের সুরক্ষা দিতেই কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। পরে  ৪ শত কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর মনির জমদ্দার, সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন