ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় হিন্দুধর্মীয় সংগঠনগুলোর প্রতিবাদি মানববন্ধন ও পথ সভা 

ভাণ্ডারিয়ায় হিন্দুধর্মীয় সংগঠনগুলোর প্রতিবাদি মানববন্ধন ও পথ সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভা-ারিয়ায় সোমবার বিকালে খুলনার রূপসার শিয়ালী,কলাপাড়ার রাখাইনপল্লী,মৌলভী বাজারের কুলাউরা,রামু ও নাসীর নগনসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর,ব্যাবসা প্রতিষ্ঠান,উপসানলায়ে অব্যাহত হামলা,ভাংচুর,লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে প্রতিবাদি মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ  হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্যপরিষদ , বাংলাদেশ  পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ  হিন্দু পরিষদ, বাংলাদেশ  ছাত্র,যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ  শ্রীগুরুসংঘ, বাংলাদেশ  অবদূৎসঙ্ঘ, বাংলাদেশ  সৎসঙ্ঘ, বাংলাদেশ  মতুয়া সম্প্রদায়, বাংলাদেশ  সেবাশ্রম সংগঠন গুলোর উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে পৃথক পৃথক ব্যানারে বিকাল পৌঁনে চারটায় স্থানীয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মুষলধারে বৃষ্টির মধ্যে ঘন্টাব্যপি এ কর্মসূচি পালন করা হয়। 

হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্যপরিষদ ভা-ারিয়া উপজেলা শাখার সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ওয়ার্কাষপার্টির পিরোজপুর জেলা সভাপতি এবং সাবে ভা-ারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী,হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্যপরিষদ ভা-ারিয়া উপজেলা শাখার সম্পাদক উত্তম কুমার দাস,সঞ্জীব কুমার মজুমদার ও সঞ্জয় মালাকর প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশত নারী-পুরষ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার ঘটনার তীব্রনিন্দা জানিয়ে বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে দলের মধ্যে এখন ষড়যন্ত্রকারী এবং অনুপ্রবেশকারী ঢুকে পড়ায় এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তাই আপনারাও সজাগ থাকবেন আমরা আপনাদের পাশে আছি। সরকারের প্রওধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাব এসকল বিষয়ের সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক সাস্তির আওতায় আনার জন্য। জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু বলেন, আমাদের প্রাণপ্রিয় বর্ষীয়াণ নেতা আনোয়ার হোএসন মঞ্জু এমপির আদর্শে এই ভা-ারিয়ায় আমরা সকল ধর্মের মানুষ ঐক্যবব্ধ ভাবে মিলে মিশে আছি। যা দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে শান্তিপ্রিয়। অন্যান্য বক্তারা বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক সাস্তিসহ দেশের সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিক করার আহবান জানান।
এস. সমদ্দার
০১৭৩৫৫০৪৮৭২।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন