কলাপাড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
_-_17_08_2021.jpg)
কলাপাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি এবং মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো: জিয়াউর রহমান (ভিপি জিয়া)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত চারটায় কলাপাড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাঁকে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
স্থানীয় ও কলাপাড়া থানা সূত্রে জানা যায়, ভিপি জিয়া পূর্ব মিঠাগঞ্জ গ্রামের নুর ইসলাম বয়াতীর বাড়িতে গিয়ে গত ১৩ জুলাই হামলা চালিয়ে নুর ইসলাম বয়াতীকে মারধর করে জখম করেন। এ সময় নুর ইসলাম বয়াতীকে রক্ষা করতে গেলে তাঁর ছোট ভাই নুর হোসাইনসহ নিকটাত্মীয় আরো ৮/১০ জনকে হামলা চালিয়ে আহত করা হয়। সন্ত্রাসী ওই হামলার ঘটনায় গত ৪ আগষ্ট ভিপি জিয়াকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার বাদি নুর ইসলাম বয়াতী। পুলিশ এ মামলার আসামী হিসেবে অভিযান চালিয়ে ভিপি জিয়াকে গ্রেপ্তার করেছে।
এদিকে ভিপি জিয়ার বিরুদ্ধে নুর ইসলাম বয়াতীর ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নুর হোসাইন স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগে ভিপি জিয়ার অনৈতিক কর্মকান্ড থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের রক্ষার জন্য আবেদন জানানো হয়েছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আসাদুর রহমান গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার ভিপি জিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমবি