ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

কলাপাড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি এবং মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো: জিয়াউর রহমান (ভিপি জিয়া)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত চারটায় কলাপাড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাঁকে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।

স্থানীয় ও কলাপাড়া থানা সূত্রে জানা যায়, ভিপি জিয়া পূর্ব মিঠাগঞ্জ গ্রামের নুর ইসলাম বয়াতীর বাড়িতে গিয়ে গত ১৩ জুলাই হামলা চালিয়ে নুর ইসলাম বয়াতীকে মারধর করে জখম করেন। এ সময় নুর ইসলাম বয়াতীকে রক্ষা করতে গেলে তাঁর ছোট ভাই নুর হোসাইনসহ নিকটাত্মীয় আরো ৮/১০ জনকে হামলা চালিয়ে আহত করা হয়। সন্ত্রাসী ওই হামলার ঘটনায় গত ৪ আগষ্ট ভিপি জিয়াকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার বাদি নুর ইসলাম বয়াতী। পুলিশ এ মামলার আসামী হিসেবে অভিযান চালিয়ে ভিপি জিয়াকে গ্রেপ্তার করেছে।

এদিকে ভিপি জিয়ার বিরুদ্ধে নুর ইসলাম বয়াতীর ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নুর হোসাইন স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগে ভিপি জিয়ার অনৈতিক কর্মকান্ড থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের রক্ষার জন্য আবেদন জানানো হয়েছে। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আসাদুর রহমান গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার ভিপি জিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।  


 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন