খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যলয়ে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাতের পূর্বে বরিশাল জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপি সহ সভাপতি নুরুল আমিন, সহ সভাপতি আ. ছালাম রাঢ়ি, কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক মন্টু খান, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খাঁন ও ছাত্র দলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরানসহ অন্যান্যরা।
আলোচনা শেষে বেগম জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এইচেকআর