ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

বেতনের টাকায় মায়ের নামে অক্সিজেন সেবা চালু করলেন সিটি মেয়র সাদিক

বেতনের টাকায় মায়ের নামে অক্সিজেন সেবা চালু করলেন সিটি মেয়র সাদিক
মায়ের নামে অক্সিজেন সেবা চালু করেন বরিশাল সিটি মেয়র সাদিক ‍আবদুল্লাহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালুর মধ্যে দিয়ে প্রয়াত মা ‘মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্ট’র কার্যক্রম শুরু করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মঙ্গলবার বিকেলে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন চত্বরে বিশেষ দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম শুরু হয়। উদ্বোধন পরবর্তী দোয়া মোনাজাতে প্রয়াত সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সাংবাদিকদের বলেন, ‘করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার মধ্য দিয়ে আমার মা মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের কার্যক্রম শুরু হলো। এই ট্রাস্ট জনকল্যাণমূলক কাজ করে যাবে। আপাতত দেড়শ সিলিন্ডার নিয়ে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছি। প্রয়োজনে আরো সিলিন্ডারের মজুদ বাড়ানো হবে।

মেয়র বলেন, ‘সিটি কর্পোরেশনে গত দেড় বছরে মেয়র হিসেবে প্রাপ্য বেতন ও অনুতোষিকের অর্থ দিয়ে মায়ের নামে করা ট্রাস্টের অধিনে অক্সিজেন সিলিন্ডারগুলো কেনা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে তিনটি হটলাইন ০১৭১২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বর চালু করা হয়েছে। প্রয়োজনে ফোন করলেই নগরীর মধ্যে যে কোন করোনা রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। খালী হলে আবার রিফিল করে সিলিন্ডার পৌঁছে দেয়া হবে।

এদিকে, ‘উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, বিসিসি’র প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, ও রফিকুল ইসলাম খোকন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ এবং এবায়দুল্লাহ্ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৭ জুন দুনিয়ার মায়া কাটিয়ে চির বিদায় নিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ১৫ই আগস্টে শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম। নগরবাসীর সেবায় প্রয়াত মায়ের নামে একটি ট্রাস্টের কার্যক্রম শুরু করেছেন বড় ছেলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন