ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বানারীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় পানিতে ডুবে বেলাল নামের চার বছরের এক শিশুর সলিল সমাধি হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু বেলাল ওই গ্রামের লিটন হাওলাদারের ছেলে।

জানা গেছে,মঙ্গলবার দুপুরে শিশু বেলাল বাড়ির উঠানে খেলছিল। এর কিছুক্ষণ পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘর লাগোয়া পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, শিশুপুত্রকে হারিয়ে তার বাবা-মা পাগলপ্রায়।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন