বরিশালে ইলিশ বিচরণের অভয়ারণ্য ঘোষণা দিলেন শ ম রেজাউল করিম

দেশে এখন বিলুপ্ত অনেক মাছের উৎপাদন হচ্ছে। যা দেশীয় মাছের চাহিদা পূরণ করছে। তাছাড়া ইলিশের উৎপাদন বাড়াতে বরিশালসহ দক্ষিাণাঞ্চলের বেশ কিছু এলাকাকে অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।
এ অঞ্চলের নদীগুলোর আরো কিছু এলাকাকে ইলিশ বিচরণের জন্য অভায়ারণ্য করা হবে। বরিশালে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্পর আওতায় অনুষ্ঠিত বিভাগীয় মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এসব কথা বলেন।
“শেখ হাসিনার দর্শন মৎস্য সম্পদ উন্নয়ন” এই স্লোগান নিয়ে বুধবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে নগরীর কাশিপুরস্থ মৎস্য বীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মৎস্য অধিদপ্তরের পরিচালক (রিজার্ভ) আজিজুল হক, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্পর (২য় পর্যায়) পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান ও মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পর (২য় পর্যায়) বরিশাল বিভাগের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। উপস্থাপনা শেষে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেন অতিথিরা। পরে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এমবি