মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩

বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভনে হামলার অভিযোগের ঘটনায় এ পযর্ন্ত পুলিশ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।
ওসি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালানা করে ১৩ জনকে আটক করা হয়েছে ।
থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃতদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, ৬ ওয়ার্ড আওামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।
ওদিকে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম ।
এইচেকআর