ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ক্যাসিনোকাণ্ড: হাইকোর্টে জামিন পেলেন জয় গোপাল

ক্যাসিনোকাণ্ড: হাইকোর্টে জামিন পেলেন জয় গোপাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সেক্রেটারি জয় গোপাল সরকার হাইকোর্ট থেকে চার মামলায় জামিন পেয়েছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম, আব্দুর রহমান হাওলাদার ও মুনমুন নাহার।

দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

আসামি জয় গোপাল একসময় ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ক্লাবটির সাধারণ সম্পাদক হন।

ক্যাসিনো পরিচালনার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে সিআইডি এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া নামে দুই ভাইকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।

আদালতে এনু ও রুপনের দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসে জয় গোপালের নাম। তদন্তের এ পর্যায়ে সিআইডি গত বছর ১৩ জুলাই লালবাগ থেকে গ্রেপ্তার করে জয় গোপালকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন