ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

সাধারণ সম্পাদকের গুলিবিদ্ধের ঘটনায় জেলা আইনজীবী সমিতির নিন্দা-প্রতিবাদ

সাধারণ সম্পাদকের গুলিবিদ্ধের ঘটনায় জেলা আইনজীবী সমিতির নিন্দা-প্রতিবাদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিসিসির প্যানেল মেয়র ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের গুলিবিদ্ধ এবং জখমের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে বরিশাল জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি ঘটনার সাথে জড়িত ইউএনও’র অপসারণ, বিচারবিভাগীয় তদন্ত  এবং আটককৃত নেতাকর্মীদের মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার (১৮ আগস্ট) বিসিসির কর্মচারীরা অপ্রয়োজনীয় বিলবোর্ড, ব্যানার অপসারণের জন্য উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন। এসময় ইউএনও মুনিবুর রহমান পরিচ্ছন্ন কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এবং দায়িত্বরত আনসার সদস্যদের গুলি ছোড়ার নির্দেশ দেন। পরিস্থিতি সামলাতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে ইউএনও মুনিবুর রহমানের নির্দেশে আনসার সদস্যরা অতর্কিত গুলি বর্ষণ শুরু করে।

এসময় নেতাকর্মীরা মানব প্রাচীর তৈরির মাধ্যমে মেয়র সাদিক কে রক্ষা করেন। তবে গুলিবিদ্ধ হন অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অর্ধশত নেতাকর্মী। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুসহ কার্যকরি পরিষদের সকল সদস্যবৃন্দ। একইসাথে সংশ্লিষ্ট ইউএনও’র অপসারণ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন