বিসিসি মেয়র'র উপর হামলা ও মামলার প্রতিবাদে উজিরপুরে আ'লীগের বিক্ষোভ
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে হামলা, মামলার প্রতিবাদে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজিরপুর-সাতলা সড়কের পৌরসভার টেম্পুষ্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আ. হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হাওলাদার, যুগ্ম-সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিপু, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, আ: খালেক রাঢ়ী, শ্রমিকলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, আওয়ামীলীগ নেতা গৌরঙ্গলাল কর্মকার, সুনিল কুমার বিশ্বাস, তাপস রায়, উত্তম কুমার হাওলাদার, আজিজুল হক সিকদার, কুদ্দুস ফকির, নজরুল ইসলাম বাচ্চু, আ: রহিম মাষ্টার, নজরুল মাঝি, কালাম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, যুবলীগ নেতা কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার, মহিলা আওয়ামীলীগের নেত্রী বিউটি খানম, মোর্শেদা পারভীন, অধ্যাপিকা নাসিমা খানম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৯ ইউপির চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন সহোযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযুক্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানকে বিএনপি-জামায়াতের এজেন্ট আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে ইউএনও’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে গ্রেফতারকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদের মুক্তিসহ দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি প্রদর্শন করা হয়।
এইচেকআর