ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

 উজিরপুরে ভ্যান থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

 উজিরপুরে ভ্যান থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলায় ভ্যান থেকে পড়ে হাফেজ মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০) দুপুরে উপজেলার ভরসাকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফেজ ভরসাকাঠির গন্ডেশ্বর গ্রামের বাসিন্দা।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ  জানান, দুপুরে বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন হাফেজ। পথে ভরসাকাঠি এলাকায় এলে অসাবধানতাবশত ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন