ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উজিরপুরে আলোচনা সভা 

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উজিরপুরে আলোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশালের উজিরপুরে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায়  উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়েছে। 

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক  এ্যাড. সালাউদ্দিন শিপু, সাংগঠনিক  সম্পাদক শফিকুল ইসলাম বালি, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাক্ষ শাহাদাৎ হোসেন, আওয়ামীলীগ নেতা  আঃ ছত্তার মোল্লা, তাপস রায়,  উত্তম কুমার হাওলাদার,  নজরুল মাঝি, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান নয়ন, যুবলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক শাহীন, শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামি, মহিলা আওয়ামীলীগের নেত্রী বিউটি খানম প্রমুখ। 

সভায় বক্তারা ২১ শে আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান। সভা শেষে ১৫ ও ২১শে আগস্ট নিহতদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।                                     
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন