আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রেম সংগঠিত কারণে কলেজ ছাত্রী কাকলী আক্তার বৃহস্পতিবার বিকেলে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কাকলী মৃত্যুর আগে চিরকুটে তার আত্মহত্যর জন্য কাউকে দায়ি না করার কথা উল্লেখ করেছে। পুলিশ ওই চিরকুট উদ্ধার করেছে ।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এইচেকআর