মুরগি চুরির অপবাদ, ক্ষোভে স্কুলছাত্রের আত্মহত্যা


দিনাজপুরের পার্বতীপুরে মুরগী চুরির অপবাদ সইতে না পেরে মোরছালিন (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ফকিরার বাজার চয়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চয়নপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ‘নুরুল মজিদ উচ্চ বিদ্যালয়’এর দশম শ্রেণির ছাত্র মোরছালিনের বিরুদ্ধে একই গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে মুরগী চুরির অভিযোগ আনা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মোহাম্মদ আলীর লোকজন ফকিরা বাজারে একটি সেলুনের দোকানে মোরছালিনকে শাসায়।
শনিবার সকাল ১০ টায় সালিশ বসার কথা বলে স্থানীয় চৌকিদার হাফিজুর রহমানকে দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। কিন্তু সকাল ৮টা বাজলেও মোরছালিন ঘর থেকে বের না হলে তার মা আরেফা খাতুন ছেলেকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙে তিনি দেখেন- গলায় রশি দেওয়া মোরছালিন ঝুলছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়।
এমবি
