ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

২০ টাকার জন্য জীবন গেল অটোচালকের

২০ টাকার জন্য জীবন গেল অটোচালকের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নেত্রকোনার দুর্গাপুরে মাত্র ২০ টাকা অটোভাড়া চাওয়াকে কেন্দ্র করে চড়-থাপ্পড় ও ঘুষি দেওয়ার দুই দিন পর মারা গেলেন মোশারফ হোসেন (২২) নামে এক  অটোরিকশা চালক। 

শনিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ময়মনসিংহে নেওয়ার সময় মোশারফ মৃত্যুবরণ করেন। নিহত মোশারফ উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।

জানা যায়, মতি মিয়ার অটোরিকশা মাঝে মধ্যেই চালাতো তার ছেলে মোশারফ। ভাড়ায় চালানোর সময় ওই এলাকার নুর জামালের কাছে ২০ টাকা অটোভাড়া পেত সে। 

গত বৃহস্পতিবার দুপুরে পাইকপাড়া মোড়ে নুর জামালের কাছে মোশারফ বকেয়া ২০ টাকা চাইলে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নুর জামাল মোশারফকে চড়-থাপ্পড় ও ঘুষি মেরে আহত করে। ওই আঘাত নিয়ে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।

ওই ঘটনায় মোশারফ শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোশারফ।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মো.শাহনুর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। মোশারফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন