কাউখালীতে মোটরসাইকেলের চাপায় শিশুর মৃত্যু


পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামিয়া উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে দাঁড়িয়ে ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, মোটরসাইকেলের চাপায় ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচকেআর
