উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় প্রবাসীর বাড়িতে হামলা


বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে মাদকের প্রতিবাদ করায় প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে মাদকসেবিরা বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৫নম্বর ওয়ার্ডের মোবারক হাওলাদার ও তার স্ত্রী কমেরুন বেগম মাদকের প্রতিবাদ করায় ২ জুলাই বুধবার সকাল ১০ টার দিকে একই গ্রামের নিরু বিশ্বাস, ধিরেন বিশ্বাস, তুষার বিশ্বাস, অসিম বিশ্বাস, জোতিন বিশ্বাসসহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে পরিকল্পিত ভাবে মোবারক হাওলাদারের বসতবাড়ির গেট ভাংচুর করে বাড়ির ভিতরে প্রবেশ করে সুপারি, কলা, খেজুর, পেপেসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে তছনছ করে।
এ ঘটনায় মোবারক হাওলাদারের স্ত্রী কমেরুন বেগম সাংবাদিকদের জানান ছেলে রাজিব হাওলাদার মালয়েশিয়ায় থাকে। স্বামী অসুস্থ। ৩ মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি। বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে প্রায়ই আমাদের বসতবাড়ির সামনে মাদকের আসর বসায় তারা। এর প্রতিবাদ করায় কয়েক দিন ধরে আমাদেরকে এলাকা ছাড়া করাসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে বুধবার সকালে বসতবাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ চারা গাছ কেটে তছনছ করে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে গেছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচকেআর
