ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে বেদখল হওয়া জমি উদ্ধার, দুই জনকে কারাদণ্ড  

আমতলীতে বেদখল হওয়া জমি উদ্ধার, দুই জনকে কারাদণ্ড  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা জেলার আমতলী উপজেলার খোন্তাকাটা গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে তার স্বামীর জমি থেকে রাতের আধারে বেআইনীভাবে বেদখল করায় দুই জনকে ১ মাস করে কারাদণ্ড ও বেদখল হওয়া জমি পুনঃরুদ্ধারের আদেশ দেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।


বুধবার  অভিযোগকারী জেসমিন আক্তারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আদালত অভিযোগটি সামারি পদ্ধতিতে নিষ্পত্তির সিদ্ধান্ত  গ্রহণ করে বিকেল সাড়ে ৪ টায়  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের বক্তব্য এবং মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করে বেদখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. শামসাল ও আমির মাতুব্বরকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ২০ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৫২২ ধারা অনুযায়ী তাতক্ষণিক আসামিপক্ষের তোলা টিনের ছাপড়া ঘর অপসারণের আদেশ দেন।

কোর্ট সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন জানান, বিচার প্রার্থনার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বিচার পেয়ে এলাকার সাধারণ মানুষ সন্তুষ্ট। তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে এধরণের সংক্ষিপ্ত বিচারের উদ্যোগকে সাধুবাদ জানান। মূলত আসামিগণের বিরুদ্ধে আরও ফাকা জমি দখলের অভিযোগ আছে। তারা সুযোগ পেলেই দূর্বল ও অসহায় মানুষের জমি দখল করে মর্মে জানান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন