যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখনো নিজেদের বদলায়নি। তারা এখনও চাঁদাবাজি আর ক্ষমতার দখলদারিত্বে মেতে আছে। সাধারণ মানুষ এদের চাঁদাবাজিতে অতিষ্ঠ। চাঁদাবাজদের রুখতে হলে প্রয়োজনে আবারও আন্দোলন হবে।’ শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আমরা কাজ করে যাব। টেকসই বেড়িবাঁধের যে দীর্ঘদিনের দাবি, তা পূরণ করবে এনসিপি।
তিনি আরও বলেন, আমরা নতুন সংবিধান চেয়েছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আমরা বিচার, সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানিয়েছি। কিন্তু একটি দল পুরনো সংবিধান ও পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা পুরাতন রাজনৈতিক খেলায় ফিরতে চায়। তাদের রাজনীতি আর এত সহজ হবে না।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মৃত্যুমুখ থেকে ফিরে আসা রাজনৈতিক শক্তির নাম এনসিপি। আমাদের পথ সহজে বন্ধ করা যাবে না। আমরা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। ৫ আগস্ট সংলাপের দরজা খুলে দিয়েছিলাম, তবু তারা আসেনি। তারা শুধু ক্ষমতার ভাগ-বাটোয়ারা চেয়েছে, নির্বাচন চেয়েছে তিন বা ছয় মাসের মধ্যে। তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা, সংস্কার নয়।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় প্রতিনিধি সার্জিস আলম, ডা. তাসনিম জারা, মেসবাহ কামাল প্রমুখ।
এইচকেআর
