বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার


বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটন শিকদারকে কুপিয়ে হত্যার মামলার আসামি মিলন গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন। গ্রেপ্তার মিলন গাজী বরিশাল সদর উপজেলার পূর্ব বিল্ববাড়ী গ্রামের বাসিন্দা আয়নাল গাজীর ছেলে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, ঢাকা মহানগর পুলিশের সহায়তায় উত্তরখান এলাকা থেকে মিলন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে লিটন শিকদার হত্যামামলার ৭ আসামি গ্রেপ্তার হলেো।
গত ৩১ জুলাই বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্ববাড়ী এলাকার নিজ বাড়িতে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় লিটন শিকদারকে। মৃত্যু নিশ্চিত করতে লিটন শিকদারের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে নিহতের ছোট ভাই ও বোনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পাশাপাশি লিটনের ঘরে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় লিটনের বোন মুন্নি বেগম বাদী হয়ে ৩১ জুলাই রাতে এয়ারপোর্ট থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
এইচকেআর
