কৃষক দল নেতার মুক্তির দাবিতে উজিরপুরে বিক্ষোভ মিছিল


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা, সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উজিরপুর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৪ টায় উপজেলা কৃষক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন আলম মহসিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব স্বপন মল্লিক, যুগ্ম আহ্বায়ক সবুজ সরদার, শোলক ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল দেওয়ানসহ অনেকে।
এসময় নেতাকর্মীরা অচিরেই কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন।
এইচকেআর
