ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাউফলে বিএনপি অফিসে হামলা, আহত ১

বাউফলে বিএনপি অফিসে হামলা, আহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক আবদুর রহমান (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ব্যক্তির নাম ফিরোজ। তিনি পৌর শহরের ফজলুর রহমান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ উপজেলা নেতাদের ছবি সম্বলিত একটি ফেস্টুন টানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজ ও তার স্ত্রী তাজনাহারসহ কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে।

 
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান বলেন, প্রধান সড়কের পাশে ফেস্টুন টানানো কোনো অপরাধ নয়। অথচ এ কারণে অফিসে ঢুকে আমাদের ওপর হামলা চালানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক আবদুর রহমান বলেন, আগামীকালের (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠান পণ্ড করার লক্ষ্যে মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে।

অভিযুক্ত ফিরোজের স্ত্রী তাজনেহার বলেন, আমরা সাইনবোর্ড সরাতে বলায় তারা ক্ষিপ্ত হলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান সরকার বলেন, বিএনপির অফিসে প্রবেশ করে ভাঙচুরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন