পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


পিরোজপুর সদর উপজেলায় সেহেরীর সময়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই।
শুক্রবার ( ১৬ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) ঐ উপজেলার এলাকার সোবহান মোল্লার পুত্র।
এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলী কে (২২) কে পিরোজপুর শহর থেকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি নুর”ল ইসলাম বাদল জানান, সেহেরী খাওয়ার সময় মোট চাল ও চিকন চালের ভাত রান্না কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করে ।
এইচকেআর
