নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নানার বাড়ির পুকুরে ডুবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মিরহা ইসলাম দিনা ওরফে আরাফা নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের জাকির মোল্লার মেয়ের ঘরের নাতনি ও বরগুনা জেলার তালতলী থানার কড়ইবাড়িয়া গ্রামের সগীর আলী-সুখী দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিল্লা গ্রামে নানার বাড়ির পূর্বপাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল শিশুটি। দীর্ঘসময় পেরিয়ে গেলে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে ওই পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখা যায়।
এ সময় স্বজনরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এইচকেআর