ভান্ডারিয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্ম দিবস পালন করা হয়।
এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জহিরুল ইসলাম প্রমুখ।
পরে মিনারা বেগম, রাবিয়া আক্তার, মাজেদা বেগম, শাহিনুর আক্তার, মাকসুধা বেগম, নাছিমা বেগম ও পিয়ারা বেগম সহ সাত জন দরিদ্র,অসহায় ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এইচকেআর